MT- 1 পরিবেশ বিজ্ঞান (TET - Primary)

1/30
১০,০০০ আয়তন বাতাসে কত ভাগ নাইট্রোজেন ডাই-অক্সাইড থাকলে সেই বাতাসে দুই থেকে দশ দিন প্রশ্বাস গ্রহনে মানুষের মৃত্যু হতে পারে ?
১ থেকে ২ ভাগ
৩ থেকে ৪ ভাগ
৫ থেকে ৬ ভাগ
৬ থেকে ৮ ভাগ
2/30
কোন বাযুদূষক শ্বাসনালীতে প্রদাহের সৃষ্টি করে ?
কার্বন মনোক্সাইড
সালফার ডাই-অক্সাইড
হাইড্রোজেন সায়ানাইড
অ্যামোনিয়া
3/30
বায়ুমণ্ডলের কোন্ স্তরে ওজোন গ্যাসের আবরণ আছে ?
ট্রপোস্ফিয়ার
স্ট্র্যাটোস্ফিয়ার
আয়নোস্ফিয়ার
ওজোনো স্ফিয়ার
4/30
CFC কি নামে পরিচিত ?
ক্লোরিন - ফ্লুওরাইড কার্বনেট
কার্বনেট - ফ্লোরিন - ক্লোরাইড
ক্লোরিন - ফসফরাস কার্বন
ক্লোরোফ্লুরো কার্বন
5/30
জাপানের দুটি গ্যাস ও কারিগরী সংস্থা CFCs -এর বিকল্প হিসেবে বিশেষ কোন যন্ত্রের আবিস্কার করেছেন ?
Ice Cleaning যন্ত্র
Ice making যন্ত্র
Ice moving যন্ত্র
Ice Culting যন্ত্র
6/30
প্রাক্ শিল্পবিপ্লবের সময় থেকে আজ পর্যন্ত সময় কালে ভূ-তাপমাত্রা প্রায়-
১০° থেকে ১৫° সেলসিয়াসের মত বেড়ে গেছে
৫° থেকে১০° সেলসিয়াসের মত বেড়ে গেছে
০.৫° থেকে১.৫° সেলসিয়াসের মত বেড়ে গেছে
০.২° থেকে১° সেলসিয়াসের মত বেড়ে গেছে
7/30
স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের দিকে তাপমাত্রা বৃদ্ধির পেছনে সব থেকে বড় ভূমিকা পালন করে -
অক্সিজেন
নাইট্রোজেন
ওজোন স্তর
জলীয় বাষ্প
8/30
আমাদের বায়ুমন্ডলের বছরে কত ক্লোরোফ্লুরোকার্বন তৈরি হয় ?
১০ মিলিয়ন মেট্রিক টন
০.৯ মিলিয়ন মেট্রিক টন
১ মিলিয়ন মেট্রিক টন
১১ মিলিয়ন মেট্রিক টন
9/30
আন্তঃনাক্ষত্রিক শূন্যস্থানে গ্যাসীয় মেঘের আকস্মিক ক্রিয়া শক্তি হারাবার ফলে কিসের সূচনা হয় ?
গ্রহের
সৌরমন্ডলের
উপগ্রহের
নক্ষত্রের
10/30
সৌরপৃষ্ঠ কি নামে পরিচিত ?
বায়ুমণ্ডল
ঘনমন্ডল
আলোক মন্ডল
জ্যোতিমন্ডল
11/30
আমরা যে ছায়াপথে বাস করি তার নাম
দুধগঙ্গা
আকাশগঙ্গা
নক্ষত্রগঙ্গা
সৌরগঙ্গা
12/30
ভূ-পৃষ্ঠের শতকরা কত অংশ জলভাগ ?
৭১ ভাগ
৮০ ভাগ
৫০ ভাগ
৯০ ভাগ
13/30
ট্রপোস্ফিয়ারে প্রতি কিলোমিটার উচ্চতা বাড়ার সাথে সাথে উচ্চতা হ্রাসের মাত্রা কত?
৫.৫ ডিগ্রি সেলসিয়াস
৬.৫ ডিগ্রি সেলসিয়াস
৭.৫ ডিগ্রি সেলসিয়াস
৮ ডিগ্রি সেলসিয়াস
14/30
ট্ৰপোস্ফিযারের ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলের গড় উষ্ণতা -
১৭ ডিগ্রী সেলসিয়াস
২০ডিগ্রী সেলসিয়াস
১৫ডিগ্রী সেলসিয়াস
১৮ডিগ্রী সেলসিয়াস
15/30
ট্রাপোস্ফিয়ারের সর্বোচ্চ স্তরের উষ্ণতা প্রায়-
১০ ডিগ্রী সেলসিয়াস
-৩০ডিগ্রী সেলসিয়াস
- ৬০ডিগ্রী সেলসিয়াস
- ৪০.ডিগ্রী সেলসিয়াস
16/30
পরিবেশ গঠিত হয়...
কেবলমাত্র অজীব উপাদান দ্বারা
কেবলমাত্র সজীব উপাদান দ্বারা
সজীব ও অজীব উভয় পদার্থ যারা
কোনোটিই নয়
17/30
'UNEP' সংস্থাটি আন্ত: রাষ্ট্র পরিবেশ সুরক্ষার উদ্দেশ্য গঠিত হয়-
1970 সালে
1971 সালে
1972 সালে
1969 সালে
18/30
১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তি ঘোষণার পর 'ইউনেস্কো' গড়ে তোলা হয় রাষ্ট্রসঙ্গের দেশগুলিতে -
শিক্ষা, গবেষণা, তথ্য ও সংস্কৃতির আদান-প্রদান ও বিস্তারের জন্য
অর্থনৈতিক , সামাজিক এবং সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলার জন্য
যুদ্ধোত্তর পরিস্থিতিতে রাসায়নিক এবং তেজস্ক্রিয় দূষনের হাত থেকে পরিবেশকে রক্ষা করার উদ্দেশ্যে
যুদ্ধোত্তর পৃথিবীতে শান্তি পুনঃস্থাপনের জন্য
19/30
' আর্থ স্ক্যান' প্রকল্পের মূল উদ্দেশ্য হল-
বিশ্বের অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলিতে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা
বিশ্বের ভূমি, জল, বায়ু ইত্যাদির গঠন পর্যালোচনা করা
ক্রমবর্ধমান পরিবেশ দূষণ রোধ করা
পূথিবীর পরিবেশকে বাঁচিয়ে রাখতে জীব মন্ডলকে ধ্বংসের হাত থেকে
20/30
' ম্যাব' (MAB) কথাটির পুরো অর্থ হল -
ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগাম
ম্যান অ্যান্ড বায়োলজিক্যাল প্রোগাম
ম্যান অ্যান্ড বায়োম
ম্যান অ্যান্ড বায়োগ্রাফি
21/30
উত্তর-পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলে এসে একটি রেখা বরাবর মিলিত হলে সেখানে একপ্রকার শান্ত প্রকৃতির আবহাওয়া বিরাজ করে ৷ ঐ অবস্থাকে বলে -
শান্তুচাপ
ডোলড্রামস্
সমচাপ
নিম্নচাপ
22/30
আনুমানিক কত বছর আগে পৃথিবী জন্মলাভ করেছিল ?
৫০০ কোটি বছর আগে
৪৮০ কোটি বছর আগে
৪৬০ কোটি বছর আগে
৪৫০ কোটি বছর আগে
23/30
মৃত উদ্ভিদ ও প্রাণীদেহ এবং তাদের বর্জ্য পদার্থ বিভিন্ন বিরোজকের দ্বারা বিয়োজিত হয়ে কোন্ গ্যাসের আকারে বায়ুমণ্ডলে নির্গত হয়?
অক্সিজেন
কার্বন ডাই-অক্সাইড
নাইট্রোজেন
মিথেন
24/30
স্ট্র্যাটোস্ফিয়ারে কোন্ গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা যায় যা সূর্যের অতিবেগুনী রশ্মিকে শোষণ করে নেয়?
হাইড্রোজেন গ্যাস
কার্বন ডাই-অক্সাইড
ওজোন গ্যাস
হিলিয়াম গ্যাস
25/30
ম্যাব (MAB) গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়-
1966 সালে
1967 সালে
1968 সালে
1965 সালে
26/30
ম্যাব (MAB) গঠনের সিদ্ধান্ত বাস্তবায়িত হয়-
1970 সালে
1971 সালে
1972 সালে
1975 সালে
27/30
পরিবেশ ( সুরক্ষা) আইনটি মোট ক'টি অধ্যায়ে বিভক্ত ?
তিনটি
চারটি
পাঁচটি
ছয়টি
28/30
১৯৯২ সালে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় -
ব্রাজিলের রাজধানী রিও -ডি-জেনিরোতে
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়
সুইডেনের রাজধানী স্টকহোমে
ফ্রান্সের রাধধানী প্যারিসে
29/30
জল (দূষণ নিবারণ ও দূষণ নিয়ন্ত্রণ) আইন ভারতবর্ষে গৃহীত হয়-
1974 সালে
1975 সালে
1977 সালে
1972 সালে
30/30
বায়ু (দূষণ নিবারণ ও দূষণ নিয়ন্ত্রণ) আইন ভারতবর্ষে গৃহীত হয়-
1980 সালে
1981 সালে
1986 সালে
1983 সালে
Result: