6 অক্টোবর, 2021 কারেন্ট অ্যাফেয়ার্স || Current Affairs for October, 2021

(প্রথমসপ্তাহ) 1,2,3,4,5,6 অক্টোবর, 2021 কারেন্ট অ্যাফেয়ার্স || Current Affairs for October, 2021


☑️ ADIDAS কোম্পানী নতুন কোন অভিযান চালু করেছে যাতে তারা 2024 সালের মধ্যে সকল ভার্জিন পলিএস্টার এর পরিবর্তে রিসাইকেল করা পলিএস্টার ব্যবহার করার কথা ঘোষনা করেছে?
>> "Impossible is Nothing"

☑️ সম্প্রতি কোন কোম্পানী জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনকে তাদের কোম্পানীর ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত করলো?
>> ক্রিপটো বিনিময় কোম্পানী - CoinDCX

☑️ দ্বিতীয় বারের জন্য ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হলেন?
>> আবি আহমেদ আলি

☑️ আন্তর্জতিক ফিনান্স কর্পোরেশনের (IFC) ভারতের নতুন প্রধান হিসাবে কে নিযুক্ত হলেন?
>> Wendy Werner

☑️ কোন তিনজন বিজ্ঞানীকে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হল জলবায়ু সম্পর্কিত আবিষ্কারের জন্য?
>> সাকারো মানাবে (জাপান),
>> ক্লেইস হ্যাসেলম্যান (জার্মানী) ও
>> জর্জিয়ো পারিসি (ইতালী)

☑️ রেটিং এজেন্সি Moody's ভারতকে কোন রেটিং প্রদান করলো?
>> BAA3

☑️ সম্প্রতি 82 বছর বয়সে প্রয়াত হলেন 300 টি হিন্দী ও গুজরাতি সিনেমা এবং রামায়নে "রাবণ" -এর ভূমিকায় অভিনয়কারি জনপ্রিয় কলাকার৷ তাঁর নাম কি?
>> অরবিন্দ ত্রিবেদী

☑️ উত্তরপ্রদেশ সরকারের "One District One Product Scheme" প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর কে নিযুক্ত হলেন?
>> কঙ্গনা রানাওয়াত

☑️ 225 ফুট দীর্ঘ, 150 ফুট চওড়া ও 1400 কেজি ওজন বিশিষ্ট বিশ্বের বৃহত্তম পতাকা (ত্রিবর্ণ) উত্তোলিত হল কোথায়?
>> লাদাখের লেহ্ তে 

☑️ ভারতের কোন রাজ্য 2022 সালের 1 জানুয়ারী থেকে বোতলজাত জল নিষিদ্ধ করার কথা ঘোষণা করলো?
>> সিকিম

☑️ মহারাষ্ট্রের পালঘর অঞ্চলে উৎপাদিত কোন প্রজাতির চাল সম্প্রতি জি.আই.ট্যাগ পেয়েছে?
>> কোলাম

☑️ কেন্দ্রীয় ড্ৰাগস ল্যাবরেটরী (CDL) শিশুদের জন্য প্রস্তুত কোন কোভিড-19 ভ্যাকসিনের অনুমোদন দিল?
>> জাইদাস ক্যাডিলা কোম্পানীর Jaicab-D

☑️ সম্প্রতি 77 বছর বয়সে প্রয়াত হলেন জনপ্রিয় টিভি অভিনেতা ঘনশ্যাম নায়ক৷ তিনি কোন ধারাবাহিকে "নট্টু কাকা" এর ভূমিকায় অভিনয় করেছেন?
>> "তারক মেহতা কা উল্টা চশমা"

☑️ আজ অর্থাৎ 5 অক্টোবর সারা বিশ্বজুড়ে কোন দিবস হিসাবে পালন করা হয়?
>> বিশ্ব শিক্ষক দিবস (World Teachers' Day)

☑️ কর্ণিয়া ট্রান্সপ্ল্যান্ট এর বিকল্প আবিষ্কার করলো প্রথম কোন ভারতীয় সংস্থান?
>> IIT হায়দ্রাবাদ

☑️ মার্চ, 2020 মোতাবেক ভারতের GDP র বৈদেশিক ঋণ অনুপাত (Foreign Debt Ratio) কত?
>> 21.1 শতাংশ

☑️ World Smile Day হিসাবে কোন দিনটিকে পালন করা হয়?
>> অক্টোবরের প্রথম শুক্রবার

☑️ সম্প্রতি কেন্দ্রীয় সরকার উত্তর-পূর্বের কোন রাজ্যের তিনটি জেলাকে উপদ্রুত বলে ঘোষনা করলো?
>> অরুনাচল প্রদেশ

☑️ সম্প্রতি কোন সংস্থা "State Nutrition Profile" রিপোর্ট প্রকাশ করলো?
>> NITI আয়োগ

☑️ সম্প্রতি কোন মন্ত্রক "SACRED Portal" চালু করলো?
>> সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ মন্ত্রক

☑️ সম্প্রতি ভারত ও অষ্ট্রেলিয়ার নৌবাহিনী যৌথভাবে যে দ্বিবার্ষিক নৌ-অভ্যাসের আয়োজন করলো তার নাম কি?
>> "AUSINDEX"

☑️ অক্টোবরের 4 তারিখ দিনটিকে কোন দিবস হিসাবে পালন করা হয়?
>> বিশ্ব পশু দিবস (World Animal Day)

☑️ সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতে সবচেয়ে বেশি LPG গ্রাহক রয়েছে কোন রাজ্যে?
>> উত্তরপ্রদেশ

☑️ সম্প্রতি কোন দেশের অলরাউন্ডার ক্রিকেটার মইন আলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ার কথা ঘোষনা করলেন?
>> ইংল্যান্ড

☑️ India International Film Festival of Boston এ কোন অভিনেতা " Best Actor-Critic Award" এ ভূষিত হলেন?
>> অভিনেতা অংশুমান ঝা
• Midnight Delhi সিনেমাতে একজন সিরিয়াল কিলার এর চিত্রনের জন্য তিনি এই পুরষ্কার পান।

☑️ কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ভূপেন্দ্র যাদব কোন প্রযুক্তি কোম্পানীর সহায়তায় "Digi Saksham" চালু করলেন?
>> মাইক্রোসফট

☑️ মার্কিন মহাকাশ এজেন্সি NASA বৃহষ্পতির Trojan গ্রহানুগুলিকে পর্যবেক্ষন ও পরীক্ষার জন্য প্রথম কোন মহাকাশযান প্রেরণ করছে?
>> লুসি (Lucy)

☑️ কোন সামাজিক মাধ্যম কোম্পানী সম্প্রতি ভারতে "Creator Education Program" চালু করেছে?
>> Facebook

☑️ ভারতের কোন রাজ্যে ইয়াক পালনের জন্য NABARD একটি ঋণ প্রকল্প অনুমোদন করলো?
>> অরুনাচল প্রদেশ

☑️ ড. রুক্মিনী ব্যানার্জী (ভারত) ও প্রফেসর এরিক হানুশেক (USA) কোন পুরস্কারে সম্মানিত হলেন?
>> Yidan Award - 2021
• শিক্ষা সংক্রান্ত গবেষণা ও উন্নয়নের দিশা দেখানোর জন্য এই পুরস্কার প্রদান করা হয়৷

☑️ আন্তর্জাতিক অহিংসা দিবস পালন করা হয় কবে?
>> 2 রা অক্টোবর

☑️ সম্প্রতি উচ্চন্যায়ালয় কোন রাজ্য সরকারকে ঘরে ঘরে রেশন সামগ্রী পৌছে দেওয়ার প্রকল্পকে (Door Step Delivery) অনুমোদন দিল?
>> দিল্লী সরকার

☑️ জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন?
>> ফুমিয়ো কিসিদা

☑️ সম্প্রতি কন্নড় টিভি অভিনেত্রী যিনি মানসিক চাপের কারনে 25 বছর বয়সে আত্মহত্যা করলেন, তাঁর নাম কি?
>> সৌজন্যা

☑️ 1 অক্টোবর, 2021 আরবসাগরে গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে যে ক্রান্তীয় সাইক্লোনে পরিনত হয়েছে তার নাম কি?
>> Shaheen
• এই ক্রান্তীয় ঘূর্নিঝড় এর "শাহীন" নামকরণ করেছে >> কাতার
• "শাহীন" কথার অর্থ >> রাজকীয় শ্বেত বাজপাখী বা বাজপাখী

☑️ ভারতের জীবনবীমা নিগম (LIC) এর ম্যানেজিং ডিরেক্টর কে নিযুক্ত হলেন?
>> বি.সি. পটনায়েক

☑️ সম্প্রতি Defence Accounts Department যে পেমেন্ট সিস্টেম বিকশিত করলো তার নাম কি?
>> প্রবাল (PRABAL)

☑️ আন্তর্জাতিক কফি দিবস পালন করা হয় কবে?
>> 1 লা অক্টোবর
• উদ্দেশ্য >> কফি চাষীদের সমস্যাগুলিকে চিহ্নিত করা এবং সারা বিশ্বজুড়ে ন্যায্য কফি-বণিজ্য সুনিশ্চিত করা৷

☑️ সম্প্রতি উত্তর-পূর্ব ভারতের মেঘালয় রাজ্যটি রাজ্যের মুখ্যসচিব হিসাবে প্রথম কোন ভূমি কন্যাকে পেল৷ তাঁর নাম কি?
>> রেবেকা ভানেসা সুচিয়াং

☑️ কোন দেশ মহিলাদের সংখ্যাগরিষ্ঠ যুক্ত ইউরোপের প্রথম সংসদ নির্বাচিত করলো?
>> আইসল্যান্ড

☑️ বিশ্বের প্রথম Formula One Car Driver কে যিনি 100 টি গ্রাঁ পি জয়ের কৃতিত্ব অর্জন করলেন?
>> লুই হ্যামিলটন

☑️ প্যারিস কোর্ট ফ্রান্সের কোন রাষ্ট্রপতিকে 2012 সালে নির্বাচনে দ্বিগুন পরিমান অর্থ খরচ করার জন্য 1 বছরের কারাদন্ড দিল?
>> নিকোলাস সারকোজী

☑️ সম্প্রতি গঠিত সংস্থা Directorate General of Armaments এর ডিরেক্টর জেনারেল কে নিযুক্ত হলেন?
>> ER Sheikh

☑️ সম্প্রতি বহূল আলোচিত ভারতমালা প্রজেক্টটি কি?
>> ভারত সরকারের সড়ক প্রকল্প যার আওতায় ভারতের সীমান্ত্র জেলাগুলিকে উন্নত সড়ক ব্যবস্থা যুক্ত করা হবে৷
** এই ভারত মালা প্রকল্পে দেশের ৫৫০টি জেলা সদরকে সংযোগ করার কথা রয়েছে।

☑️ সম্প্রতি কোন রাজ্যটি (সম্ভবত) জমি অধিগ্রহণ জনিত জটিলতার কারণে "ভারতমালা" প্রকল্পের আওতাভুক্ত হচ্ছে না ?
>> পশ্চিমবঙ্গ

☑️ সম্প্রতি দেশের মোট 11  জন বিজ্ঞানীর মধ্যে কোন চার বাঙালি বিজ্ঞানী "শান্তিস্বরুপ ভাটনগর" পুরস্কারে ভূষিত হলেন?
>> দেবদীপ মুখোপাধ্যায়, কণক সাহা, কনিষ্ক বিশ্বাস ও অনীশ ঘোষ

☑️ সম্প্রতি কোন মহাকাশ গবেষণা সংস্থা শক্তিশালী Landsat-9 স্যাটেলাইটটি মহাকাশে প্রেরণ করলো?
>> NASA

☑️ সম্প্রতি বরিষ্ঠ নাগরিকদের  জন্য সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ মন্ত্রক সারাভারতব্যাপী যে হেল্পলাইন চালু করলো তার নাম কি?
>> Elder Line

☑️ "মিশন শক্তি"র আওতায় কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায় “Nirbhaya-Ek Pahal” প্রোগ্রাম শুরু করলেন?
>> উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, লক্ষ্মৌতে

অক্টোবর, 2021 কারেন্ট অ্যাফেয়ার্স || Current Affairs for October, 2021