জুন-2021 কারেন্ট অ্যাফেয়ার্স || Current Affairs for the month of June- 2021 || Download PDF
জুন-2021 কারেন্ট অ্যাফেয়ার্স || Current Affairs for the month of June- 2021 || Download PDF
1 ও 2 জুন, 2021 কারেন্ট অ্যাফেয়ার্স
📜 কোন রাজ্যের মন্ত্রী পরিষদ বিভিন্ন জেলার অভিভাবকরূপে কাজ করার জন্য মন্ত্রীদের নিয়োগ করেছে ?
>> অসম
📜 কতগুলি Surprised TP Drone ভারতীয় সেনা ইজরায়েলের কাছ থেকে লীজে পাবে?
>> 4 টি (চারটি)
📜 কোন দেশে সাইজিংদুই শহর ছয়টি বলির গর্ত সম্প্রতি আবিষ্কৃত হয়েছে ?
>> চীন
📜 রাজ্যের হাইকোর্ট রাজ্যে মুসলিমদের 80% স্কলারশিপ দেওয়াকে অসাংবিধানিক ঘোষনা করে তা রদ করে দিল?
>> কেরালা হাইকোর্ট
📜 31 মে দিনটিকে সারা বিশ্বজুড়ে কি দিবস হিসাবে পালন করা হয়?
>> বিশ্ব তামাক নিষিদ্ধকরণ দিবস
📜 যিনি সম্প্রতি পুরাতন গোয়াতে দ্বিতীয় ভাসমান জেটি এর উদ্বোধন করলেন -
>> মনসুখ মান্ডবিয়া
📜 কোন মন্ত্রণালয় জাতীয় হেল্পলাইন নম্বর সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য উপদেষ্টা জারি করেছে ?
>> তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
📜 কেন্দ্রীয় সরকার কোন রাজ্যকে জলজীবন মিশন মিশন কার্যকর করার খাতে 5117 কোটি টাকা বন্টন করলো?
>> মধ্যপ্রদেশ
📜 সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ কতগুলি দেশের সৈনিকদের "Dag Hammarskjold Medal" এর পুরষ্কৃত করলো ?
>> 44 টি দেশ
📜 ভারতের প্রতিরক্ষা সচিব যিনি NCC ক্যাডেটদের প্রশিক্ষনের জন্য মোবাইল ট্রেনিং অ্যাপ ভার্সন 2.0 লঞ্চ করলেন, তাঁর নাম কি ?
>> অজয় কুমার
4, 5, 6 জুন, 2021 কারেন্ট অ্যাফেয়ার্স
📜 কেন্দ্রিয় মন্ত্রী মন্ডল "সতত শহরী বিকাশ" (Sustainable Urban Development) এর জন্য ভারত ও কোন দেশের মধ্যে MoC এর অনুমোদন দিল?
>> জাপান
📜 হশমাতুল্লাহ শাহিদী কোন দেশের নতুন একদিবশীয় ও টেস্ট ক্রিকেট অধিনায়ক নিযুক্ত হলেন ?
>> আফগানিস্তান
📜 ইরানীয় নৌবাহিনীর বৃহত্তম যুদ্ধজাহাজ যার নাম " Kharg", সেটি অগ্নিসংযোগ ঘটার পর কোন কোন উপসাগরে ডুবে গেল?
>> ওমান উপসাগরে
📜 তৈলবীজ এবং ডাল এর উৎপাদন বৃদ্ধির জন্য কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর কোন যোজনা ঘোষনা করলেন ?
>> মিনি- কিট
📜 সম্প্রতি প্রকাশিত হল Sustainable Development Goals এর তৃতীয় সংস্করনটি ৷ এটি প্রকাশ করে কোন সংস্থা ?
>> সরকারি থিঙ্কট্যাঙ্ক NITI Aayog
📜 অর্ধ সেনাবাহিনী আসাম রাইফেলসের ডিরেক্টর জেনারেল কে নিযুক্ত হলেন ?
>> লে. জেনারেল প্রদীপ চন্দ্রন নায়ার
📜 ভারতের প্রাচীনতম আধা সেনাবাহিনী কোনটি?
>> আসাম রাইফেলস এটি প্রতিষ্ঠিত হয় 1835 সালে ৷
• আসাম রাইফেলসকে বলা হয় “Friends of the Hill People” এবং “Sentinels of the North East”.
📜 সম্প্রতি কেন্দ্রিয় সরকার হায়দ্রাবাদ কেন্দ্রিক কোন কোরোনা ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার কাছ থেকে 30 কোটি ডোজ কেনার জন্য যুথবদ্ধ হয়েছে ?
>> Biological-E
📜 সুপ্রীম কোর্টের কোন অবসরপ্রাপ্ত বিচারপতি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হলেন ?
>> অরুণ কুমার মিশ্র
📜 কোন ব্যাঙ্ক সম্প্রতি অর্থনৈতিক গবেষণাপত্র "Ecowrap" প্রকাশ করলো?
>> স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
📜 সম্প্রতি প্রতিবেদিত H10N3 ভাইরাস স্ট্রেইনটি কোন রোগের সাথে সম্পর্কিত ?
>> বার্ড ফ্লু
7, 8 জুন, 2021 কারেন্ট অ্যাফেয়ার্স
📜 সম্প্রতি চীন যে কৃত্রিম সূর্য (Artificial Sun) এর পরীক্ষা করলো তার নাম কি ?
>> EAST
📜 কোন ভারতীয় শিক্ষক বিশ্বব্যাঙ্কের "শিক্ষা উপদেষ্টা" (Education Advisor) নিযুক্ত হলেন ?
>> রঞ্জিত সিং দিসলে
📜 সম্প্রতি কেন্দ্রীয় ক্যাবিনেট সতত শহুরে উন্নয়ন (Sustainable Urban Development) এর বিষয়ে ভারত ও কোন দেশের মধ্যে মৌ এর অনুমোদন দিল?
>> মালদ্বীপ
📜 সারা বিশ্বজুড়ে 5 জুন দিনটিকে কোন দিবস হিসাবে উদযাপন করা হয়?
>> বিশ্ব পরিবেশ দিবস
📜 দেশের 11 টি বিমানবন্দর নজরদারী র্যাডার স্থাপনের জন্য কোন মন্ত্রক মহিন্দ্রা টেলিফোনিকস এর সাথে যুথ বন্ধ হল ?
>> প্রতিরক্ষা মন্ত্রক
📜 কেন্দ্রীয় সরকার TET সার্টিফিকেটের বৈধতা 7 বছর থেকে বাড়িয়ে কত বছর করলো?
>> সারা জীবনের জন্য
📜 কেন্দ্রীয় সরকার কতগুলি উচ্চ প্রযুক্তির সাবমেরিন বানানোর প্রকল্পের জন্য দুটি কোম্পানীকে বেছে নিয়েছে ?
>> ছয়টি হাইটেক সাবমেরিন
📜 ভারত জাতীয় পুষ্টি অভিযানের জন্য বিশ্বব্যাঙ্কের সাথে কত মিলিয়ন ডলারের ঋণ এর জন্য সমঝোতা করলো?
>> 200 মিলিয়ন মার্কিন ডলার
📜 কোন রাজ্য ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজে মেয়েদের 33% সংরক্ষণের কথা ঘোষনা করল?
>> বিহার
📜 সম্প্রতি কেন্দ্রিয় ক্যাবিনেট "Model Tenancy Act" (মডেল ভাড়াটে আইন) এর প্রস্তাব এর অনুমোদন দিল ৷
9, 10 জুন, 2021 কারেন্ট অ্যাফেয়ার্স
📜 গুজরাটের কোন শহরকে Electric Vehicle City বা বৈদ্যুতিক যানবাহন শহর হিসাবে বিকশিত করা হচ্ছে ?
>> কেবড়িয়া
📜 কোন রাজ্য সরকার অক্সিজেন কনসেনট্রেটর এর জন্য ডোর স্টেপ ডেলিভারি পরিষেবা শুরু করলো?
>> ওড়িশা সরকার
📜 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন যোজনার আওতায় আশি কোটি দরিদ্রকে দিপাবলী পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করলেন ?
>> প্রধানমন্ত্রী গরীব কল্যান অন্ন যোজনা
📜 ভারতের প্রথম ট্রান্সজেন্ডার আন্তর্জাতিক বিউটি কুইন 2021 - 22 ইম্প্রেস আর্থ খেতাব জিতলেন ?
>> নাজ জোশী
📜 প্রধানমন্ত্রী মোদী দেশের কত বছরের অধিক বয়স্কদের জন্য বিনামূল্যে কোরোনা ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেছেন ?
>> 18 বছর
📜 প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের হয়ে লড়াই করা সেনেগালের দুই সৈন্যের কাহিনীর জন্য "আন্তর্জতিক বুকার পুরস্কার"এ কে সম্মানিত হলেন ?
>> ডেভিড ডিয়োপ
📜 Knight Frank প্রকাশিত বিশ্ব গৃহ মূল্য সূচক এ ভারত কততম স্থানে রয়েছে ?
>> 55 তম
📜 The Times এর জারি করা 2020 সালের "50 Most Desirable Men" এর তালিকায় কে প্রথম স্থানে রয়েছেন ?
>> সুশান্ত সিংহ রাজপুত
📜 দুই দিন ব্যাপী আরব - ভারত Energy Forum সম্পন্ন হল ভার্চুয়ালী। এই ফোরাম এ কোন দেশ সভাপতিত্ব করলো?
> ভারত ও মরক্কো
📜 মার্কিন রাষ্ট্রপতি নিযুক্ত হওয়ার পর জো বাইডেন কোথায় প্রথম বিদেশ সফরে গেলেন ?
>> ইউরোপ
📜 সম্প্রতি প্রয়াত হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজেতা প্রখ্যাত এক চিত্র নির্মাতা। তিনি কে?
>> বুদ্ধদেব দাসগুপ্ত
📜 সম্প্রতি অসমের সপ্তম জাতীয় উদ্যান হিসাবে ঘোষিত হল কোন অভয়ারন্যটি ?
>> দেহিং পাটকই বন্যপ্রাণী অভযারন্য
📜 সম্মানীয় Greenpreneur Award - 2021 জিতলেন কে ?
>> ড. চারু খোসলা৷ তিনি পাঞ্জাবের চিৎকারা বিশ্ববিদ্যালয়ের সহকারী ডীন ৷
📜 The Economist Intelligence Unit প্রকাশিত সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর কোনটি?
>> অকল্যান্ড, নিউজিল্যান্ড
11 ও 12 জুন, 2021 কারেন্ট অ্যাফেয়ার্স
📜 পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক স্ক্যামের অভিযুক্ত যাকে ডোমনিকা অবৈধ প্রবাসী হিসাবে ঘোষণা করলো -
>> মেহুল চোকসী
📜 2021 - 22 সালে ভারতের কৃষি পণ্যের রপ্তানী 17.34% বেড়ে হল >> 41.25 বিলিয়ন মার্কিন ডলার
📜 আগস্ট মাসে আমেরিকা উন্নয়নশীল দেশগুলিকে দেওয়ার জন্য 50 কোটি ফাইজার ভ্যাকসিন ক্রয় করবে ৷
📜 UNGA এর নির্বাচিত অধ্যক্ষ আবদুল্লা শাহিদ কোন ভারতীয়কে "শেফ ডি ক্যাবিনেট" নিযুক্ত করলেন ?
>> কে. নাগরাজ নাইডু
📜 সম্প্রতি পূর্ব আফ্রিকার কোন দেশটি বিতর্কিত Social Media Tax বাতিল করলো?
>> উগান্ডা
📜 12 জুন >> শিশু শ্রমের বিরুদ্ধে বিশ্ব দিবস
• এবারের থিম >> Act Now : end child labor
📜 সম্প্রতি প্রয়াত হলেন "পদ্মশ্রী" বিজেতা প্রখ্যাত সমাজকর্মী এবং অবসরপ্রাপ্ত অর্থনীতির অধ্যাপক >> প্রফেসর রাধামোহন
📜 প্রধানমন্ত্রী মোদী G7 শীর্ষবৈঠকে যোগদান করবেন ভার্চুয়ালী ৷
• বর্তমানে G7 গোষ্ঠীর সভাপতিত্ব করছে >> বৃটিশ যুক্তরাজ্য
• ভারত, দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ আফ্রিকাকে অতিথি দেশ হিসাবে আমন্ত্রন জানানো হয়েছে ৷
📜 সম্প্রতি আফ্রিকার কোন দেশটি Twitter কে নিষিদ্ধ করে তার বিকল্প হিসাবে সরকারি ভাবে ভারতীয় বিকল্প " Koo " এ যোগদান করলো?
>> নাইজেরিয়া
* নাইজেরিয়ার রাষ্ট্রপতি >> মুহাম্মদু বুহারি
📜 অ্যানিমিয়া মুক্ত ভারত - সূচকে (2020-21) প্রথম স্থানে রয়েছে কোন রাজ্য ?
>> মধ্যপ্রদেশ
📜 Google সমুদ্রের নিচ দিয়ে বিশ্বের যে র্দীঘতম তার (Cable) নির্মাণ করবে তার নাম কি ?
>> Firmina
📜 কোলকাতা কেন্দ্রিক বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর ও CEO হিসাবে কার পুনর্নিয়োগে অনুমোদন দিল রিজার্ভ ব্যাঙ্ক?
>> চন্দ্র শেখর ঘোষ
13 জুন, 2021 কারেন্ট অ্যাফেয়ার্স
📜 বায়োটেকনোলজি কোম্পানী Mylab Discovery Solutions এর ব্রান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত হলেন-
>> অক্ষয় কুমার
📜 সম্প্রতি প্রয়াত হলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সভাপতি >> স্বামী শিবময়ানন্দজী
📜 44 তম GST কাউন্সিলের সভায় সভাপতিত্ব করলেন >> অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
📜 প্রাক্তন ভারতীয় ক্রিকেট ওপেনার বীরেন্দ্র শেহবাগ একটি ক্রিকেট কোচিং ওয়েবসাইট শুরু করলেন । যার নাম >> CRICURU
📜 এক সপ্তাহব্যাপী ভারতীয় আম প্রোমোসন প্রোগ্রাম অনুষ্ঠিত হল কোন দেশে?
>> বাহরিন
📜 ভারতের প্রথম আন্তর্জাতিক Maritime Services Cluster স্থাপন করবে >> গুজরাট মেরিটাইম বোর্ড (GMB)
📜 কোভিড চিকিৎসা সংক্রান্ত আর্থিক বোঝা মোকাবিলা করার জন্য "Kavach Personal Loan" চালু করলো কোন ব্যাঙ্ক?
>> স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
📜 কোন রাজ্য সরকার "প্রাণবায়ু দেবতা পেনসন যোজনা" শুরু করলো?
>> হরিয়ানা সরকার
📜 সম্প্রতি "মেডিসিন ফ্রম দ্য স্কাই" যোজনার জন্য অনলাইন মার্কেটপ্লেস ফ্লিপকার্ট কোন রাজ্য সরকারের সাথে চুক্তিবদ্ধ হল ?
>> তেলেঙ্গানা সরকার
📜 সম্প্রতি কোন ব্যাঙ্ক ফোর্বস ম্যাগাজিন দ্বারা পৃথিবীর সর্বশ্রষ্ঠ ব্যাঙ্ক এর তকমা লাভ করলো?
>> DBS ব্যাঙ্ক
14 জুন, 2021 কারেন্ট অ্যাফেয়ার্স
📜 কোন রাজ্য সরকার "যুব শক্তি কোরোনা মুক্তি অভিযান" চালু করলো?
>> মধ্যপ্রদেশ সরকার
📜 ইজরায়েলের নতুন প্রধানমন্ত্রী (13 তম) হিসাবে যিনি শপথ গ্রহন করলেন , তাঁর নাম কি ?
>> Naftali Bennet
📜 সদ্যনিযুক্ত ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বনেত কোন দলের নেতা ছিলেন ?
>> ডানপন্থী দল Yamina Party
📜 ভারতে "ML Summer School" (ML = Machine Learning) চালু করলো কোন সংস্থা ?
>> অ্যামাজন ইন্ডিয়া
📜 সম্প্রতি কোন সংস্থা " Pitha on Wheels " বা চাকার ওপর পীঠ বা তীর্থক্ষেত্র চালু করলো?
>> ওড়িশা পর্যটন উন্নয়ন পর্ষৎ
📜 বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্দোগে 14 জুন দিনটিকে সারা বিশ্বজুড়ে কোন দিবস হিসাবে পালন করা হয় ?
>> বিশ্ব রক্তদাতা দিবস
📜 ভারত 7 বিলিয়ন মার্টিন ডলার খরচ করতে যাচ্ছে ইথানল উৎপাদন বৃদ্ধি করার জন্য যাতে গ্যাসোলিন 20% ইথানল মিশিয়ে অপেক্ষাকৃত পরিবেশবান্ধব জ্বালানী ব্যবহার করা যায় ৷
📜 সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত কোন মহিলা সাংবাদিক পুলিৎজার পুরস্কার পেলেন ?
>> মেঘা রাজাগোপালন
📜 সম্প্রতি প্রখ্যাত অভিনেতা সোনু সুদ IAS অ্যাসপির্যান্টদের বিনামূল্য কোচিং দেওয়ার জন্য যে উদ্দোগ গ্রহন করলেন তার নাম কি ?
>> সম্ভবম্ (SAMBHAVAM)
📜 জীবনের 19 তম গ্র্যান্ড স্লাম টাইটেল জিতলেন কে ?
>> Novak Djokovic
15 জুন, 2021 কারেন্ট অ্যাফেয়ার্স
📜 ভারতীয় ক্রিকেটের কোন প্রাক্তন অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ (ICC) Hall of Fame এ সামিল হলেন ?
>> বীনু মানকড়
📜 2024 অলিম্পিকের জন্য ভারতীয় ক্রীড়াবিদদের প্রশিক্ষন দেওয়ার জন্য কোন সিস্টেম বা পরিযোজনা চালু করা হল ?
>> Central Athletic Injury Management System (CAIMS)
📜 Central African Republic (CAR) এর নতুন প্রধানমন্ত্রী কে নিযুক্ত হলেন ?
>> হেনরি মারি ডোন্দ্রা
📜 কোন রাজ্য/কেন্দ্র শাসিত অঞ্চল Mythological (পৌরাণিক ) থিম পার্ক স্থাপনের পরিকল্পনার কথা ঘোষণা করল ?
>> জম্মু ও কাশ্মীরে (রিয়াসী জেলা)
📜 বিশ্বের 14 তম সবচেয়ে বেশি দানশীল দেশ কোনটি?
>> ভারত
• Charities Aid Foundation (CAF) প্রকাশিত World Giving Index - 2021 অনুযায়ী
• প্রথম স্থানে রয়েছে >> ইন্দোনেশিয়া
• দ্বিতীয় স্থানে রয়েছে >> কেনিয়া
📜 কোন রাজ্য সরকার "বৈদিক শিক্ষা এবং সংস্কার বোর্ড" স্থাপনের কথা ঘোষণা করলো?
>> রাজস্থান সরকার
📜 সম্প্রতি প্রয়াত হলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত কন্নড় সিনেমা অভিনেতা >> সঞ্চারী বিজয়
📜 সম্প্রতি কোন কেন্দ্রশাসিত অঞ্চল সম্পূর্ণ "মুক্ত শৌচ বর্জিত" (Open Defecation Free) বলে ঘোষিত হল ?
>> লাদাখ
📜 ইউনাইটেড নেশনস এর নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসাবে কোন দেশগুলি নির্বাচিত হল ?
>> আলবানিয়া, ব্রাজিল, গ্যাবন, ঘানা এবং আরব আমীরশাহী
📜 রাজ্যপুলিশের কনস্টেবল ও সাব-ইন্সপেক্টর পদে ট্রান্সজেন্ডারদের নিয়োগের অনুমোদন দিল কোন রাজ্য?
>> ওড়িশা
📜 ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা 2030 এর দশকে শুক্রগ্রহের যে অরবিটার প্রেরণ করবে যেটি এক সময় শুক্রগ্রহে অবতরণ করবে তার নাম কি ?
>> EnVision
16 জুন, 2021 কারেন্ট অ্যাফেয়ার্স
📜 সম্প্রতি কেন্দ্রীয় সরকার চালু করলো >> Trusted Telecom Portal
• এই পোর্টালটি তৈরী করেছে >> Centre for Development of Telematics
📜 মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন সম্প্রতি মার্কিন ফেডারাল ট্রেড কমিশনের চেয়ারপার্সন হিসাবে কার নাম ঘোষণা করলেন ?
>> লীনা খান
📜 দেশীয় প্রযুক্তিতে অ্যান্টি-ড্রোন সিস্টেম বিকশিত করার জন্য রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয় (RRU) কার সাথে মৌ স্বাক্ষর করলো?
>> ব্ল্যাক ক্যাট কমান্ডোদের সাথে
📜 মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন কোন ইন্দো-আমেরিকান ব্যক্তিকে " Federal Judge" মনোনীত করলেন ?
>> সরলা বিদ্যা নাগলা
📜 সম্প্রতি কোন রাজ্য একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক/ পলিথিন উৎপাদন নিষিদ্ধ করলো?
>> বিহার
📜 সম্প্রতি কোন রাজ্য সরকার রাজ্যের সমস্ত সরকারি , সরকারি সাহায্য প্রাপ্ত ও বেসরকারি ডিগ্রী কলেজ গুলিতে "ইংরাজী মাধ্যম" বাধ্যতামূলক করলো?
>> অন্ধ্রপ্রদেশ সরকার
📜 সম্প্রতি প্রকাশিত ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নার আত্মজীবনী গ্রন্থের নাম কি ?
>> Believe - What Life Taught me
📜 পৃথিবীর প্রথম "wooden satellite" বা কাষ্ঠ নির্মিত কৃত্রিম উপগ্রহ কবে মহাকাশে প্রেরনের জন্য প্রস্তুত হচ্ছে ?
>> 2021 সালে
📜 ভারতে প্রথম ড্রোনের মাধ্যমে কোভিড-19 ভ্যাকসিন ডেলিভারী শুরু করলো কোন রাজ্য?
>> তেলেঙ্গানা
📜 বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর কোথায় নতুনরূপে সংস্কার করা "মহাত্মা গান্ধী লাইব্রেরী" কোথায় উদ্বোধন করলেন ?
>> কেনিয়ার নাইরোবি বিশ্ববিদ্যালয়ে
17 ও 18 জুন, 2021 কারেন্ট অ্যাফেয়ার্স
📜 ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পর ব্রিটেন কোন দেশের সাথে সবচেয়ে বড় বাণিজ্য ডিল স্বাক্ষর করলো?
>> অষ্ট্রেলিয়া
📜 lCC টেস্ট র্যাঙ্কিং এ কোন ক্রিকেট দল প্রথম স্থান অধিকার করলো?
>> নিউজিল্যান্ড ক্রিকেট টিম
📜 সদ্য প্রকাশিত বিশ্ব শান্তি সূচক - 2021 (Global Peace Index) অনুযায়ী -
• বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ >> আইসল্যান্ড
• দ্বিতীয় স্থানে রয়েছে >> নিউজিল্যান্ড
• তৃতীয় স্থানে রয়েছে >> ডেনমার্ক
• বাংলাদেশ রয়েছে >> 98 তম স্থানে
• ভারতের স্থান >> 135 তম
📜 কেরালা ক্যাবিনেট যে সেমি হাইস্পীড রেলওয়ে প্রজেক্টের জন্য জমি অধিগ্রহণের অনুমোদন দিল, তার নাম কি ?
>> SilverLine
📜 মাইক্রোসফট তার মুখ্য এক্সিকিউটিভ অফিসার সত্য নাদেলাকে কোম্পানীর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করল ৷
• তিনি বর্তমান চেয়ারম্যান জন থমসন এর স্থলাভিষিক্ত হবেন ৷
📜 মধ্যপ্রদেশের কোন শহরের একটি রাস্তাকে "Covisafe Road" বা কোভিড নিরাপদ রাস্তা হিসাবে ঘোষণা করলো রাজ্যের জল সম্পদ মন্ত্রক ?
>> ইন্দোর
📜 পুনর্নবীকরণ যোগ্য শক্তি ভিত্তিক হাইড্রোজেন উৎপাদন ও সরবরাহ করার জন্য কোন দুটি দেশের মাধ্যে "Hydrogen Accord" বা চুক্তি স্বাক্ষরিত হল? >> জার্মানী ও অষ্ট্রেলিয়া
📜 "আটিলান্টিক চার্টার" বা আটলান্টিক সনদের নতুন ভার্সনটি স্বাক্ষরিত হল কোন দুটি দেশের মধ্যে ?
>> মার্কিন যুক্তরাষ্ট্র (জো বাইডেন) ও ব্রিটেন (বরিস জনসন) এর মধ্যে
📜 ইউনাইটেড নেশনস এর নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসাবে কতগুলি দেশ নির্বাচিত হল ?
>> 5 টি দেশ
• দেশগুলি হল - আলবানিয়া, ব্রাজিল, গ্যাবন, ঘানা এবং আরব আমীরশাহী
📜 কোন ডিজিটাল পেমেন্ট কোম্পানী ভ্যাকসিনের স্লট বুক করার সুবিধা প্রদান করা শুরু করেছে ?
>> PayTM
19, 20 জুন, 2021 কারেন্ট অ্যাফেয়ার্স
📜 " উড়ন্ত শিখ" নামে খ্যাত কোন ব্যক্তি 91 বছর বয়সে কোরোনা সংক্ৰমনে পরলোক গমন করলেন ?
>> মিলখা সিং
• জন্মস্থান >> পাঞ্জাবের গোবিন্দপুরা
• মিলখা সিং এর আত্মজীবনী >> The Race of My Life
• মিলখা সিংয়ের জীবনের ওপর নির্মিত সিনেমা >> "ভাগ মিলখা ভাগ"
📜 কোন সামাজিক মাধ্যম "Report It , Don't Share It" নামক ইনিশিয়েটিভ শুরু করল?
📜 কোন দেশ আগামী মাস থেকে জাপানী যাত্রীদের জন্য একটি ভ্যাকসিন পাসপোর্ট জারী করার কথা ঘোষনা করল?
>> জাপান
📜 ভারত তার কোন প্রতিবেশী দেশের সৌর বিদ্যুৎ শক্তি প্রকল্পে অর্থের যোগান দেওয়ার জন্য 100 মিলিয়ন মার্কিন ডলার ঘোষণা করলো?
>> শ্রীলঙ্কা
📜 কেন্দ্রীয় ক্যাবিনেট জীববৈচিত্র ও জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষন ও গবেষণা করার জন্য কোন প্রকল্প ঘোষনা করল?
>> Deep Ocean Mission
📜 ভারতরত্ন এর ধাঁচে কোন রাজ্য তার নিজস্ব বাৎসরিক পুরষ্কার শ্রেণীর স্থাপনার কথা ঘোষনা করলো?
>> অসম
📜 কিউবাতে যিনি ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হলেন , তার নাম কি ?
>> ড. এস. জানকী রামন
📜 প্রতিবছর 20 জুন দিনটি সারা বিশ্বজুড়ে কোন দিবস হিসাবে পালন করা হয়?
>> পিতৃ দিবস ও বিশ্ব উদ্বাস্ত দিবস
📜 31 তম NATO শীর্ষ বৈঠক কোন দেশে আয়োজিত হল ?
>> ব্রাসেলস, বেলজিয়াম
• NATO পুরো নাম >> North Atlantic Treaty Organisation
📜 ইউরোপীয়ান চ্যামপিয়নশীপে সর্বোচ্চ গোলদাতা কে ?
>> ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
📜 ভারতের কোন রাজ্যে প্রথম Green Fungus এ আক্রান্তের সন্ধান পাওয়া গেছে?
>> মধ্যপ্রদেশ
📜 ভারত সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (ADB) একটি 484 মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর করলো ভারতের কোন অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতিকল্পে ?
>> তামিলনাড়ু ইন্ডাস্ট্রিয়াল করিডর
21 ও 22 জুন, 2021 কারেন্ট অ্যাফেয়ার্স
📜 কোন ভারতীয় অরণ্য সংগঠন "2021 Land For Life Award" জিতলো ?
>> ফেমিলিয়ল ফরেষ্ট্রী
📜 ভারত সরকার কাকে বিশ্ব বাণিজ্য সংস্থায় ভারতীয় মিশনের নির্দেশক/ ডিরেক্টর হিসাবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে ?
>> আশীষ চন্দরকর
📜 কোন আন্তর্জাতিক সংগঠন ভ্যাকসিন আন্তর্জাতিকতাবাদ এর জন্য চার দিবসীয় শিখর সম্মেলন এর আয়োজন করেছে ?
>> প্রোগ্রেসিভ ইন্টারন্যাশনাল
📜 ভারতীয় মহিলা পালোয়ান বিনেশ ফোগাট পোল্যান্ড ওপেনে কত কিলো বিভাগে স্বর্ণপদক জিতলেন ?
>> 53 কিলো বিভাগে
📜 38 বছর বয়সে সম্প্রতি পথ দুর্ঘটনায় প্রয়াত কন্নর অভিনেতার নাম কি ?
>> সঞ্চারী বিজয়
📜 ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ অব ইন্ডিয়া এবছর কততম প্রতিষ্ঠা দিবস পালন করলো?
>> 18 তম
📜 21 জুন সারা বিশ্ব জুড়ে কোন দিবস পালন করা হয়?
>> বিশ্ব সংগীত দিবস ও আন্তর্জাতিক যোগ দিবস ৷
📜 ভারত সরকার কোন বছর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় হওয়া মৃত্যুর সংখ্যা 50% পর্যন্ত কম করার লক্ষ্য স্থির করেছে ?
>> 2024 সাল
📜 সম্প্রতি কোন সংস্থা "General Elections 2019: An Atlas" প্রকাশ করলো?
>> ভারতের নির্বাচন কমিশন
📜 পরিবেশ বিষয়ক ক্ষেত্রে পারস্পরিক সহযোগীতার জন্য ভারত ও তার কোন প্রতিবেশী দেশ মৌ স্বাক্ষর করলো?
>> ভূটান
📜 ভারতীয় নৌবাহিনী ও ইউরোপীয় ইউনিয়ন নৌবাহিনী কোন উপসাগরে যৌথ সামরিক নৌ অভ্যাস আয়োজন করলো?
>> এডেন উপসাগরে
📜 সম্প্রতি ইরানের অষ্টম রাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হলেন ?
>> ইব্রাহিম রসি
📜 দেবসোয়ানা নামক হীরক কোম্পানী সম্প্রতি পৃথিবীর তৃতীয় বৃহত্তম হীরক পেল জাওয়েং খনিতে ৷ এটি কোন দেশে অবস্থিত?
>> বৎসোয়ানা
📜 দ্বিতীয় বারের জন্য ইউনাইটেড নেশনস এর মহাসচিব নিযুক্ত হলেন-
>> অ্যান্তোনিও গুয়েতারাস
23 ও 24 জুন, 2021 কারেন্ট অ্যাফেয়ার্স
📜 ভারতের কৃষি সার সমবায় IFFCO কোন দেশে ন্যানো ইউরিয়া কারখানা স্থাপন করবে ?
>> আর্জেন্টিনা
• IFFCO এর পুরো নাম >> Indian Farmers Fertiliser Cooperative Limited
📜 সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পাবলিক কোম্পানী যেটি 2 ট্রিলিয়ন ডলার বাজার মূল্য স্পর্শ করলো -
>> মাইক্রোসফট কর্পোরেশন
• প্রতিষ্ঠা বর্ষ > 1975
• প্রতিষ্ঠাতা > বিল গেটস ও পল অ্যালেন
📜 আন্তর্জাতিক অলিম্পিক দিবস কবে পালন করা হয়?
>> 23 জুন
• 1894 সালে এই দিনেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠা হয় ৷
📜 102.4 বিলিয়ন ডলার মাপের দান করার জন্য কোন ভারতীয় অগ্রদূত শিল্পপতি বিংশ শতাব্দীর বিশ্বের সবচেয়ে বড় মানবহিতৈষীর শিরোপা পেলেন ?
>> টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামসেদজী টাটা
• দ্বিতীয় স্থানে রয়েছেন >> বিল ও মেলিন্ডা গেটস
• উইপ্রো প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান আজিম প্রেমজি রয়েছেন >> 12 তম স্থানে (তালিকায় একমাত্র দ্বিতীয় ভারতীয়)
📜 উত্তরপ্রদেশ সরকার নয়ডাতে নির্মিত শ্যুটিং রেঞ্জ কোন আন্তর্জাতিক শ্যুটার নাম অনুসারে নামাঙ্কিত করবে ?
>> চন্দ্র তোমার
• তিনি "শ্যুটার দাদি" নামে বিশেষ জনপ্রিয় ৷
• 60 বছর বয়সে তিনি প্রফেসনাল শ্যুটিং শুরু করে অনেক জাতীয় প্রতিযোগীতায় জয়লাভ করেন।
• পৃথিবীর জ্যেষ্ঠতম শ্যুটার হিসাবে তাঁকে গণ্য করা হয় ৷
• সম্প্রতি 2021 এর এপ্রিল মাসে কোভিড এ আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হন ৷
📜 চিলির রাষ্ট্রপতি ঘোষনা করলেন দেশের আইনসভা দেশটির জন্য একটি নতুন সংবিধান রচনা করবে।
>> চিলির রাষ্ট্রপতি > সেবাস্টিয়ান পিনেরা
>> চিলির আইন সভা >
📜 UN এর একটি বিশেষ কমিটি কোন প্রাকৃতিক ক্ষেত্র কে "in danger". World Heritage Sites এর তালিকাভুক্ত করার প্রস্তাব দিল?
>> দ্য গ্রেট ব্যারিয়ার রিফ
• এটি একটি প্রবাল প্রাচীর৷
• এটি অষ্ট্রেলিয়ার সমুদ্রে অবস্থিত৷
📜 আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েসনের কোচ কমিটির সদস্য হিসাবে কোন ভারতীয় নিযুক্ত হলেন ?
>> ড. তাদাং মিনু
• তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি এই পদ পেলেন৷
• তিনি যে রাজ্যের বাসিন্দা >> অরুনাচল প্রদেশ
📜 জাম্বিয়াতে কে ভারতের হাইকমিশনার নিযুক্ত হলেন ?
>> অশোক কুমার
• তিনি 1998 ব্যাচের IFS অফিসার ৷
📜 এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক কোন দেশকে কোভিড-19 ভ্যাকসিন কেনার জন্য 940 মিলিয়ন ডলার ঋণের প্যাকেজ দিল ?
>> বাংলাদেশ
📜 কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী কিরেন রিজেজু সারা দেশজুড়ে 25 টি Fit India Yoga কেন্দ্র স্থাপনের কথা ঘোষনা করলেন ৷
25 ও 26 জুন, 2021
📜 ভারত আর কোন দেশ "হাইড্রোজেন টাস্ক ফোর্স" চালু করলো?
>> আমেরিকা
📜 কোন দেশ কোরোনা ভাইরাস পরিবারের সকল বিপজ্জনক ভাইরাস এর সাথে লড়াই করার ভ্যাক্সিন বানিয়েছে ?
>> আমেরিকা
📜 কৃষি এবং তৎসংযুক্ত ক্ষেত্রে সহায়তার জন্য ভারত ও কোন দেশের মধ্যে সমঝোতা হয়েছে ?
>> ফিজি
📜 মালেশিয়া কোন দেশকে টপকে 2020-21 বর্ষে ভারতের বৃহত্তম ক্রুড পাম তেল রপ্তানীকারক দেশে পরিণত হল ?
>> ইন্দোনেশিয়া
📜 ভারতের কোন রাজ্যের অর্থব্যবস্থায় গতি আনার জন্য গঠিত অর্থনৈতিক উপদেষ্টা পর্ষদে সামিল হলেন রঘুরাম রাজন?
>> তামিলনাড়ু
📜 কোন রাজ্যে রাবার বোর্ড পৃথিবীর প্রথম জেনেটিকালি মোডিফায়েড রাবারের ফিল্ড ট্রায়াল শুরু করল?
>> আসাম
📜 Global Peace Index এর 15 তম সংস্করণ অনুযায়ী পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি?
>> আইসল্যান্ড
📜 "Project One World One Education" (এক বিশ্ব এক শিক্ষা প্রকল্প) চালু করার সিদ্ধান্ত নিয়েছে কোন সংস্থা ?
>> বিশ্ব সংবিধান এবং সংসদ সভা (World Constitution and Parliament Association)
📜 কোন দেশের সেনা সফলভাবে "aerial high powered laser" (বায় উচ্চশক্তিসম্পন্ন লেজার) পরীক্ষা করল?
>> ইজরায়েল
📜 সম্প্রতি পাকিস্তান ক্রিকেট টিমের ব্যাটিং কোচের পদ থেকে কে ইস্তফা দিলেন ?
>> ইউনুস খান
📜 কোন দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দেশের সুপ্রিম কোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ বিচারক হিসাবে মাহমুদ জামালকে মনোনীত করলেন ?
>> কানাডা
📜 ষষ্ঠ "Sustainable Development Report 2021" অনুযায়ী ভারতের স্থান কত ?
>> 120 তম
• এই রিপোর্টে মোট 165 টি দেশের তালিকা তৈরী করা হয়েছে ৷
📜 সম্প্রতি কোন সংস্থা CBSE ও ICSE বোর্ডের মূল্যায়নের পদ্ধতিকে অনুমোদন দিল?
>> সুপ্রিম কোর্ট
27 ও 28 জুন, 2021
📜 ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক কে নিযুক্ত হলেন ?
>> মনপ্রীত সিংহ
📜 সেন্টাল ইউরোপীয়ান ইউনিয়নের (CEW) সর্বোচ্চ পুরস্কার "Open Society Award 2021" কে জিতলেন ?
>> কে. শৈলজা
📜 জলন্ধরের কোট কালান গ্রামের প্রদীপ সিং তিওয়ানা কোন দেশের প্রথম ভারতীয় বিচারক নিযুক্ত হলেন ?
>> অষ্ট্রেলিয়া
📜 কোট ক্রিকেট দলকে পরাজিত করে নিউজিল্যান্ড প্রথম বিশ্ব টেস্ট চ্যামপিয়নশিপ খেতাব জিতল ?
>> ভারতীয় ক্রিকেট টিম
📜 কোন ভারতীয় অর্থনীতিবিদ এবং সিভিল সার্ভেন্ট বিশ্বব্যাঙ্ক ও IMF এর উচ্চ পর্যায়ের উপদেষ্টা পরিষদের সদস্য নিযুক্ত হলেন ?
>> মোটেক আহলুওয়ালিয়া
• IMF >> International Monetary Fund (আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার)
📜 রিলায়েন্স জিও আর কোন কোম্পানী যৌথভাবে 5G স্মার্টফোন "JioPhone Next" তৈরী করেছে ?
📜 বঙ্কিমচন্দ্র চ্যাটার্জীর 183 তম জন্মবার্ষিকী কবে উৎযাপিত হল ?
>> 27 জুন, 2021
📜 প্রথম ভারতীয় সাঁতারু হিসাবে কোন ব্যক্তি টোকিও অলিম্পিক এর যোগ্যতা অর্জন করলেন ?
>> সজন প্রকাশ
📜 সম্প্রতি অ্যামাজন ওয়েব সার্ভিসেস (AWS) কোন মেসেজিং অ্যাপ্লিকেশনকে অধিগ্রহন করল?
>> Wickr
📜 সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং বহু কুইন্ট্যাল ক্যাপাসিটির বীজ (seed) প্রক্রিয়াকরণ প্লান্ট কোথায় উদ্বোধন করলেন ?
>> জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায়
📜 অভিজ্ঞ ভারতীয় হকি গোলরক্ষক PR Sreejesh এবং প্রাক্তন মহিলা হকি প্লেয়ার দীপিকা ভারতীয় হকি দ্বারা মনোনীত হয়েছেন কোন পুরস্কারের জন্য?
>> রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার - 2021
📜 টোকিও অলিম্পিকগামী ভারতীয় পুরুষ হকি দলের ভাইস ক্যাপ্টেন > হরমনপ্রীত সিং ও মহিলা দলের > বন্দনা কাটারিয়া কোন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ?
>> অর্জুন পুরস্কার
📜 ভারতীয় হকিতে লাইফটাইম অ্যাচিভমেন্টের জন্য "ধ্যানচাঁদ পুরস্কার" এর জন্য কে মনোনীত হলেন ?
>> RP সিং
📜 সম্প্রতি কেন্দ্রীয় সরকার "স্মার্ট সিটি পুরস্কার - 2020" ঘোষনা করলো ৷ কোন দুটি শহর যৌথভাবে এই পুরস্কার জিতল ?
>> মধ্যপ্রদেশের ইন্দৌর ও গুজরাটের সুরাট
📜 Financial Action Task Force (FATF) পাকিস্তানকে কোন তালিকায় রাখল ?
>> ধূসর তালিকা (Grey List)
29 ও 30 জুন, 2021 কারেন্ট অ্যাফেয়ার্স
📜 প্রতিবছর 30 শে জুন দিনটিকে কোন দিবস হিসাবে পালন করা হয়?
>> আন্তর্জাতিক সংসদীয় দিবস
📜 কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI এর বিশেষ ডিরেক্টর কে নিযুক্ত হলেন ?
>> প্রবীন সিনহা
📜 BCCI এর দেওয়া তথ্য অনুযায়ী T20 ক্রিকেট বিশ্বকাপ 2021 কোথায় আয়োজিত হবে?
>> সংযুক্ত আরব আমিরশাহী (UAE)
📜 সম্প্রতি প্রথম ভারতের কোন রাজ্য Biodiversity Garden (জীববৈচিত্র্য উদ্যান) বিকশিত করল?
>> উত্তরাখণ্ড
• এর নাম দেওয়া হয়েছে >> " ভারত বাটিকা "
📜 সাংবাদিক পি. সাইনাথ কোন বিখ্যাত পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন ?
>> Fukuoka Prize 2021
📜 জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয় কবে?
>> 29 জুন
• বিখ্যাত পরিসংখ্যান বিদ ড. প্রশান্তচন্দ্র মহলানবিশ এর জন্ম দিবসে এই দিনটি পালিত হয় ৷
📜 কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনার (CVC) কে নিযুক্ত হলেন ?
>> সুরেশ এন.প্যাটেল
• ভিজিল্যান্স কমিশনের প্রধান হিসাবে সঞ্জয় কোঠারীর স্থলাভিষিক্ত হলেন তিনি৷
📜 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের কোথায় জেন গার্ডেন এবং কাইজেন অ্যাকাডেমীর উদঘাটন করলেন ?
>> AMA (Ahmedabad Management Association)
📜 সম্প্রতি কোন দেশের স্বাস্থ্যমন্ত্রী মেট হেঙ্কাক নিজের পদ থেকে ইস্তফা দিলেন ?
>> ব্রিটেন
📜 বিদেশী প্রজাতির ফল এর রপ্তানী বৃদ্ধির জন্য ভারত (মহারাষ্ট্র) কোন দেশে "ড্রাগন ফ্রুট" রপ্তানী করলো?
>> সংযুক্ত আরব আমিরশাহী
📜 মাইক্রোসফট তাদের যে নেক্সট জেনারেশন অপারেটিং সিসটেম চালু করলো তার নাম কি ?
>> Windows 11
📜 কোন দেশ ঘোষনা করলো যে 2033 সাল নাগাদ তারা মঙ্গল গ্রহে পায়ে হাটা কর্মী প্রেরণ করবে ?
>> চীন
📜 সম্প্রতি কোন দেশটি আন্তর্জাতিক সৌর জোটে সামিল হল ?
>> গ্রীস
📜 সম্প্রতি ইয়েলো স্টোন জাতীয় উদ্যান গ্লোবাল ওয়ার্মিং এর কারণে গভীর সংকটে, এটি কোথায় অবস্থিত?
>> আমেরিকাতে
📜 সম্প্রতি কোন দেশকে FATF এর ধূসর তালিকায় (Grey List) অন্তর্ভূক্ত করা হল ?
>> ফিলিপিনস
• FATF এর পুরো নাম >> Financial Action Task Force
• সম্প্রতি পাকিস্তানও এই তালিকাভুক্ত হয়েছে ৷