ভারতের রাষ্ট্রপতিদের নাম ক্রমানুসারে মনে রাখার ট্রিকস


এখনও পর্যন্ত ভারতে মোট 14 জন স্থায়ী রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন ৷ তাঁদের নাম পরপর ক্রমানুসারে মনে রাখার জন্য নীচের পঙ্ক্তিটি মনে রাখা যেতে পারে -

"রাজ্য  সভায়  যদি  হারি  আহমেদাবাদের  নীল  জ্ঞান  আর  শঙ্কর  কে  কালামের  প্রতিভার  প্রমান দেবে আমাদের  রাম ৷"

এবার নীচের তালিকাটি একবার দেখে নেওয়া যেতে পারে -

  1. ড. রাজেন্দ্র প্রসাদ ...........রাজ্য
  2. ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ .....সভায়
  3. ড. জাকির হোসেন   ........যদি
  4. ভি ভি গিরি   .................হারি
  5. ফকরুদ্দিন আহমেদ   .....আহমেদাবাদের
  6. নীলম সঞ্জীব রেড্ডি   ......নীল
  7. জ্ঞানী জৈল সিংহ   ..........জ্ঞান
  8. আর ভেঙ্কটরমণ    ..........আর
  9. ড শঙ্করদয়াল শর্মা  .........শঙ্কর
  10. কে আর নারায়ণন   ........কে
  11. ড এ পি জে কালাম   .......কালামের
  12. প্রতিভা পাতিল    .............প্রতিভার
  13. প্রণব মূখার্জী   ................প্রমান দেবে
  14. রামনাথ কোবিন্দ  ...........আমাদের রাম